গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে বৃষ্টির পর আশুগঞ্জ থেকে সরাইলের শাহবাজপুর হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত যানজট বিস্তৃত হয়। গতকাল শুক্রবার বেলা ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট তীব্র ছিল, যানবাহন ধীরগতিতে চলছিল। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার চার লেন মহাসড়ক নির্মাণের অনুমোদন দেয়। ২০২০ সালে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে তিনটি প্যাকেজে কাজের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু করোনা মহামারী, পাথর-বালুর সংকট ও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় কাজ বারবার পিছিয়ে গেছে। অবশ্য প্যাকেজ-১-এর আওতায় আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত ১২ কিলোমিটারের একপাশ জোড়াতালি দিয়ে নির্মিত হয়েছে। ২০২৫ সালের ৩১ জুন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় নতুন জটিলতা দেখা...