জাতীয় নির্বাচনে জামায়াতের পিআর পদ্ধতি ও এনসিপির প্রতীক বরাদ্দ ইস্যু নির্বাচনে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সব কাজ করা হচ্ছে এবং করা হবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করবে না। আইন যেভাবে আছে সে অনুযায়ী নির্বাচন কমিশন সেভাবেই নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে।’ গতকাল শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে অনুষ্ঠিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জগুলো নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখার পর সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিগত প্রশ্নবিদ্ধ নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছিলেন আমরা নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করেছি। যারা বিগত নির্বাচনে অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের আগামী নির্বাচনী দায়িত্ব...