গত এক বছরে দেশে সাইবার অপরাধ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ভুক্তভোগীদের মধ্যে ৭৮ দশমিক ৭৮ শতাংশ এর বয়স ১৮ থেকে ৩০ বছর এবং ৫৯ শতাংশ নারী। সবচেয়ে বেশি সাইবার অপরাধের মধ্যে রয়েছে অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং, যা ২১ দশমিক ৬৫ শতাংশ। এসব তথ্য জানানো হয় গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে। এতে সরকারি ও বেসরকারি খাতের প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন। সাইবার নিরাপত্তা সচেতনতাবিষয়ক জাতীয় কমিটির সদস্য সচিব মুশফিকুর রহমান জানান, ২০২৪ সালের গবেষণা প্রতিবেদন অনুযায়ী, সাইবার অপরাধের হার গত বছরের তুলনায় ১১ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে, যা প্রায় দ্বিগুণ। নিত্য নতুন ধরনের অপরাধের কারণে ব্যবহারকারীরা প্রায়ই অপ্রস্তুত থাকেন। তিনি আরও বলেন, ভুক্তভোগীদের ৪৭ দশমিক ৭২ শতাংশ সামাজিক মর্যাদাহানির শিকার, ৪০ দশমিক ১৫ শতাংশ আর্থিক ক্ষতি...