দেশের ভেতরে নদী দখল বা দূষণের ক্ষেত্রে জাতীয় ঐক্য রয়েছে, কিন্তু উদ্ধারে জাতীয় ঐক্য নেই বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর কর্তৃক জাতীয় নদী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আনু মুহাম্মদ বলেন, ‘আমাদের নদী বিপর্যয়ের তিনটা কারণ রয়েছে। এর মধ্যে এক হলো ভারত। বাকি দুটো কারণ আমাদের নিজের। একটি হলো উন্নয়ন প্রকল্প। বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষিসেচের নামে এমন সব প্রকল্প করা হয়েছে, যেগুলোর কারণে বহু নদী আজ বিপর্যস্ত। তৃতীয় কারণ হচ্ছে, আমাদের দেশের ভেতরে যারা ক্ষমতাবান গোষ্ঠী বিভিন্ন দলের সঙ্গে যুক্ত, তাদের নদী দখলদারি। অথচ এসব বিষয়ে আমরা সরকারের কার্যকরী উদ্যোগ দেখিনি। দেশের ভেতরে নদী দখল বা দূষণের ক্ষেত্রে জাতীয় ঐক্য...