২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১০ এএম এশিয়া কাপের ফাইনালে ভারত ও পাকিস্তানের মধ্যকার মহারণের আগেই মাঠের বাইরের ঘটনায় উত্তাপ ছড়িয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। রাজনৈতিক মন্তব্য করে শাস্তির মুখে পড়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব, অন্যদিকে আগ্রাসী আচরণের জন্য দন্ডিত হয়েছেন পাকিস্তানি পেসার হারিস রউফ। ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দুবাইয়ে আজ শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সূর্যকুমার ও রউফকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছেন। দুই ক্রিকেটারের জরিমানা হয়েছে ভিন্ন দুটি ম্যাচের ঘটনায়। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ভারত অধিনায়ক সূর্যকুমার সংবাদ সম্মেলনে তাঁর দলের জয় ভারতের সামরিক...