অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতিক) বলেছেন, দীর্ঘ সময় ধরে রোহিঙ্গা ইস্যুটি বিশ্বমঞ্চ থেকে অন্তরালে চলে গিয়েছিল। সেটিকে আমরা আবার বিশ্বমঞ্চের সব প্রেক্ষিতে সোচ্চার করার চেষ্টা করছি। রোহিঙ্গা সঙ্কট শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সঙ্কট। সুতরাং এই সংকট আন্তর্জাতিকভাবে সবাইকে নিয়ে সমাধান করতে হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে ‘চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সঙ্কট : মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। ‘চট্টগ্রাম ফোরাম’ এই মতবিনিময় সভার আয়োজন করে। উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, রোহিঙ্গা সঙ্কট একটা রাজনৈতিক ইস্যু, এটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। অন্যভাবে এটা টেকসই সমাধান হবে না। এটার গভীরতায় যতটুকু আমরা দেখেছি আরো বেশি জটিল এবং সংঘাত আবর্তের মধ্যে এটা আছে। সরাসরি...