জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামের ভেতরের পরিবেশ কোনোভাবেই আর ক্রীড়াবান্ধব নেই। নেই কোনো বায়ু নিষ্কাশন ব্যবস্থা। কখনোই বসেনি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। একটা দমবন্ধ পরিবেশেই বছরের পর বছর চলছে নানা খেলা। খেলোয়াড়দের অবস্থা অথৈবচ। ভ্যাপসা গরম সয়েই খেলতে হয় এখানে। গতকাল শুক্রবার শিশু-কিশোরদের এই দুর্বিসহ অবস্থা নিজেই অভিজ্ঞতা অর্জন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দ্রুত সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবন ভেঙে এখানে একটি আধুনিক বহু ব্যবহারযোগ্য ভবন গড়তে চান, যেখানে একসঙ্গে অনেক খেলা চালানো যায়। গতকাল আন্তঃস্কুল জিমন্যাস্টিকসের পুরস্কার দিতে এসে আসিফ বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন এই ভবন ভেঙে নতুন মাল্টিপারপাস সেন্টার করার পরিকল্পনা করেছে সরকার। যেখানে জিমন্যাস্টিকসসহ অন্য ইনডোর গেমসগুলো আধুনিক সুযোগ-সুবিধাসহ স্থানান্তর করা হবে।’ এ সময় জিমন্যাস্টিক ফেডারেশনের সভাপতি সৈয়দ আবু নাসের...