প্রতিপক্ষের মাঠে তৃতীয় মিনিটে গোলের জন্য প্রথম শট নেয় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে দানি ওলমোর চেষ্টা ক্রসবারের ওপর দিয়ে যায়। ৩৩ মিনিটে বার্সেলোনা গোলকিপার হোয়ান গার্সিয়ার ভুল আর রেইনার দুর্দান্ত গোলে এগিয়ে যায় ওভিয়েদো। বক্সের অনেকটা বাইরে এসে ক্লিয়ারের চেষ্টায় বল নিয়ন্ত্রণে নিয়ে এক সতীর্থকে পাস দিতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে তুলে দেন গার্সিয়া। প্রায় ৪০ গজ দূর থেকে উঁচু শটে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার রেইনা। প্রথমার্ধে পিছিয়ে পড়া বার্সেলোনা সমতায় ফেরে ৫৬ মিনিটে। বল জালে পাঠান ডিফেন্ডার এরিক গার্সিয়া। ৬৫ মিনিটে রাফিনহার বদলে লেভানডফস্কি মাঠে নামেন। ৭০ মিনিটে ডান দিক থেকে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে হেডে গোল করেন ৩৭ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার। এবার লিগে পাঁচ ম্যাচে ৩ গোল হলো লেভার। ৮৮ মিনিটে রাশফোর্ডের করা কর্নার থেকে হেডে...