দুর্দান্ত ব্যাটিংয়ের পরও ৬ রানের আক্ষেপে পুড়তে হলো হাবিবুর রহমান সোহানকে। দ্বিতীয় দফায় শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম ম্যাচে গতকাল প্রায় সেঞ্চুরি করে ফেলেছিলেন তিনি। রবিউল ইসলামের ইনসুইং গোছের ডেলিভারিটিতে বোল্ড হয়ে চূর্ণ হয় সেঞ্চুরির স্বপ্ন। তবে দলের দাপুটে জয়ের নায়ক তিনিই। ১০ চার ও ৬ ছক্কায় বলে ৯৪ রানের ইনিংস উপহার দেন ঘরোয়া ক্রিকেটের আগ্রাসী এই ব্যাটসম্যান। তাতে খুলনা বিভাগকে ৮ উইকেটে উড়িয়ে দেয় রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন রংপুরকে ৭১ রানের বড় ব্যবধানে হারায় ঢাকা বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ২০ ওভারে ১৭১ রান তোলে খুলনা। টস হেরে ব্যাটিংয়ে নেমে খুলনা তিন ওভারেই হারায় তিন উইকেট। প্রথম ওভারেই ইমরানউজ্জামানকে ফেরান নিহাদ উজ জামান। বাঁহাতি এই স্পিনার পরে বিদায় করেন খুলনা অধিনায়ক মোহাম্মদ...