আজ বিশ্ব পর্যটন দিবস। এ দিবসের মূল উদ্দেশ্য হলো পর্যটনের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং টেকসই উন্নয়নে পর্যটন বা ভ্রমণের অবদান তুলে ধরা। ইসলাম ভ্রমণে উৎসাহিত করেছে। জ্ঞানার্জনের অন্যতম মাধ্যম ভ্রমণ। মহান আল্লাহ মানুষকে ভ্রমণের মাধ্যমে বিশ্বের নিদর্শন পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ভ্রমণের গুরুত্বের কথা বহু জায়গায় বর্ণিত হয়েছে। সুরা আনকাবুতে বলা হয়েছে, মানুষ পৃথিবীতে ঘুরে দেখুক, আল্লাহ কীভাবে সৃষ্টি শুরু করেছেন এবং পুনরায় সৃষ্টি করবেন। একইভাবে সুরা আলে ইমরানে অতীত সম্প্রদায়ের অভিজ্ঞতা দেখে শিক্ষা গ্রহণের গুরুত্ব ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ ভ্রমণ কেবল বিনোদনের জন্য নয়, এটি মন ও মস্তিষ্ককে সতেজ রাখার পাশাপাশি আত্মিক ও জ্ঞানমূলক উন্নতির একটি পথ। ভ্রমণ মানুষকে জীবনের ক্লান্তি, দৈনন্দিন দায়িত্ব এবং মানসিক অবসাদ থেকে মুক্তি দেয়। আল্লাহর সৃষ্টি...