জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মিলনমেলা বসেছে রাষ্ট্রনেতাদের। যদিও যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে এবারের অধিবেশনে সশরীরে যোগ দিতে পারছেন না ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে ঠিকই গাজায় গণহত্যার অভিযোগে দোষী হওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই নিউ ইয়র্কে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য দেশ না হওয়ায় নেতানিয়াহু সেখানে মুক্ত বা গ্রেপ্তারের ঝুঁকি নেই। কিন্তু সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ইসরায়েলের গাজা অভিযানের সমালোচনা করেছে। তাতে আইসিসিভুক্ত কোনো ইউরোপীয় দেশের আকাশসীমায় প্রবেশ করলে গ্রেপ্তারের ঝুঁকি থাকায়, ঘুরপথে নিউ ইয়র্কে গেছেন নেতানিয়াহু। তবে এবার নেতানিয়াহুর সফর যতটা না জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা রাখার জন্য, তার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...