স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতায় উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সেলিম শিপনের নেতৃত্বে এ বালু ব্যবসা চলছে। ইতিমধ্যে প্রায় এক কোটি টাকার বালু বিক্রি হয়েছে বলে এলাকাবাসীর দাবি। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে ১০ কিলোমিটার পুরনো ডাকাতিয়া নদী খননের জন্য ১৩ কোটি ৩৩ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়। তিনটি প্যাকেজে এ কাজ পান দুই ঠিকাদার। মেসার্স আবুল কালাম আজাদকে দেওয়া হয়েছে ৭ কিলোমিটার এবং এমসিটি জেবি পেয়েছে ৩ কিলোমিটার খননের দায়িত্ব। যদিও গত বছরের ১৪ জুন থেকে শুরু হয়ে চলতি বছরের ১৫ জুন শেষ হওয়ার কথা ছিল খননকাজ। কিন্তু কাজ এখনো চলমান রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, দেড় বছর আগে ডাকাতিয়া নদী খনন করে পানি উন্নয়ন বোর্ড। নিয়ম অনুযায়ী, ভেকু মেশিন দিয়ে নদীর...