ভোটের আগে নিজস্ব কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেবে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠ কর্মকর্তাদের নিয়ে হতে যাচ্ছে প্রথমবারের মতো ‘নির্বাচন কর্মকর্তা’ সম্মেলন। শনিবার (২৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব উপস্থিত থাকবেন। ইসির নিজস্ব কর্মকর্তাদের জন্য ‘ইলেকশন কমিশন সার্ভিস’ চালুর বিষয়ে আইন সংশোধনে সরকারের সায় পাওয়ার মধ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে কর্মকর্তারা এই ‘মিলনমেলায়’ নিজেদের দাবি উপস্থাপনের পাশাপাশি ভোট প্রস্তুতির দিক-নির্দেশনা পেতে যাচ্ছে নির্বাচন কমিশন থেকে। ইসি সচিবালয়ের পাশাপাশি দশ আঞ্চলিক, জেলা অফিস, পাঁচ শতাধিক থানা/উপজেলা নির্বাচন অফিসে পাঁচ সহস্রাধিক লোকবল রয়েছে। এনআইডি উইংয়ের রয়েছে সহস্রাধিক লোকবল। এরমধ্যে আট শতাধিক প্রথম শ্রেণির কর্মকর্তা। ২০০৭-২০০৮ সালে...