বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৩০টি ভিন্ন ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে। এসব পদে মোট ২১৪ জন নিয়োগ পাবেন। শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ শুরু হবে ৮ অক্টোবর থেকে। ১। সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল)পদসংখ্যা: ৩বেতন স্কেল: ২২০০০–৫৩০৬০ টাকা২। তত্ত্বাবধায়ক (তড়িৎ), ঊর্ধ্বতন কারিগরি সহকারী (তড়িৎ), উপসহকারী প্রকৌশলী (তড়িৎ)পদসংখ্যা: ২বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা৩। উপসহকারী প্রকৌশলী (পুরকৌশল), এস্টিমেটর (সিভিল)পদসংখ্যা: ১২বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা৪। সহকারী কারিগরি কর্মকর্তা (জাহাজ/মেরিন), তত্ত্বাবধায়ক (ডিজেল/নির্মাণ), যান্ত্রিক/জাহাজ নির্মাণ তত্ত্বাবধায়ক, ঊর্ধ্বতন কারিগরি সহকারী (যান্ত্রিক/ডিজেল/জাহাজ নির্মাণ), এস্টিমেটর এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক/মেরিন)পদসংখ্যা: ১১বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা ৫। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা,...