বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের অপারেশন শাখায় প্যান্ট্রিম্যান পদে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য ইন্টার্নশিপ করা যাবে। আবেদনে যোগ্যতা*কমপক্ষে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।*প্রার্থীদের অবশ্যই কিছু শারীরিক যোগ্যতা থাকতে হবে—ক) উচ্চতা: পুরুষের ক্ষেত্রে কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীর ক্ষেত্রে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।খ) বিএমআই (BMI): ১৮ দশমিক ৫ থেকে ২৪ দশমিক ৯ হতে হবে।গ) সুঠাম দেহের অধিকারী হতে হবে।আবেদনে বয়স: বয়সসীমা ৭–১০–২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। সুযোগ–সুবিধা১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ৬০০ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।৩. রোস্টার মোতাবেক দৈনিক আট...