বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতিকে ঘিরে নতুন করে আগ্রহ দেখাচ্ছে পাকিস্তানের বহুজাতিক কোম্পানিগুলো। ভোক্তা পণ্য, ফ্যাশন, প্রযুক্তি এবং বিশেষ করে খাদ্যপণ্য খাতে বেশ কিছু সুপরিচিত ব্র্যান্ড বাংলাদেশে প্রবেশের উদ্যোগ নিচ্ছে। গত এক দশকে তৈরি পোশাক রপ্তানি, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতার কারণে বাংলাদেশ অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। এর ফলে শুধু পশ্চিমা বা পূর্ব এশীয় করপোরেশনই নয়, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক খেলোয়াড় পাকিস্তানও বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বাজার হিসেবে বিবেচনা করছে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, পাকিস্তানের জনপ্রিয় পোশাক ও লাইফস্টাইল ব্র্যান্ড খাদি, স্যাফায়ার এবং গুল আহমেদ ইতোমধ্যেই ঢাকাসহ চট্টগ্রামের বাজার নিয়ে সমীক্ষা শুরু করেছে। তরুণ জনগোষ্ঠী এবং ব্র্যান্ড সচেতন ভোক্তাদের কারণে তারা মধ্যপ্রাচ্য ও ইউরোপের মতো সাফল্য বাংলাদেশেও পুনরাবৃত্তি করতে চায়। পাকিস্তানের প্যাকেটজাত খাদ্য...