সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সাবেক দু’বারের নির্বাচিত ভিপি সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, অপরাধ করলে মানুষের অনুশোচনা থাকা উচিত, কিন্তু শেখ হাসিনার কোন অনুশোচনা নেই। দেশে আওয়ামী লীগের ভোটার ও সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। অথচ শেখ হাসিনা বিদেশে থেকে যেসব ঘটনা ঘটাচ্ছেন, তাতে তার দলের সাধারণ কর্মীরাও হুমকির মুখে পড়ছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর কড়ইতলায় এক পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যদান কালে এসব কথা বলেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। পথসভায় পাপিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর ধরে ভোট ছাড়া ক্ষমতায় থেকে দেশকে গভীর সংকটে ফেলেছে। ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ডাকসু নির্বাচন একটি পরিকল্পিত নির্বাচন ছিল।...