রাজধানীর চকবাজারে ছুরিকাঘাতে আহত আমিরলাল সরদার (৩৫) নামে প্লাস্টিক কারখানার কর্মচারী মারা গেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান। আমিরলালের বাবার নাম তালেব সরদার। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে। আমিরলালের স্ত্রী দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। এর আগে, সকাল ৭টার দিকে চকবাজার থানার মিটফোর্ড কালিবাড়ি এলাকার গোডাউনে ছুরিকাঘাতে আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে মারা যায়। মৃত আমিরলালের চাচাতো ভাই মো. জসিম সরদার জানান, আমির হোসেন নামে এক ব্যক্তির ইসলামবাগের কারখানায় প্লাস্টিকের আসবাবপত্র বানানোর কাজ করতেন আমিরলাল। মিটফোর্ড কালীবাড়ি এলাকায় তাদের গোডাউন। হেলাল (২০) নামে এক কর্মচারীর সঙ্গে সেখান থাকতেন আমিরলাল। সকালে কারখানার আমির হোসেন কালিবাড়ির গোডাউনে গিয়ে দেখেন আমিরলাল রক্তাক্ত অবস্থায়...