সিঙ্গাপুরে এক যুগেরও বেশি সময় ধরে বসবাস করেও, কিছু স্থান যেন বারবার নতুন করে হাতছানি দেয়। এমনই এক জায়গা হলো সেন্তোসা দ্বীপ। এবার ঠিক করলাম, এই দ্বীপের আনাচে-কানাচে লুকিয়ে থাকা গল্পগুলো নতুন করে খুঁজে বের করবো। আমার স্ত্রী মুশফেকা মিতুকে নিয়ে শুরু হলো আমাদের সেন্তোসা যাত্রা। হারবারফ্রন্ট স্টেশন থেকে যখন সেন্তোসা এক্সপ্রেসে চড়লাম, তখনই বুঝলাম এটা নিছকই এক ট্রেনযাত্রা নয়। মাত্র কয়েক মিনিটের এই ট্রামযাত্রা যেন এক জগৎ থেকে আরেক জগতে পাড়ি দেওয়ার অভিজ্ঞতা। ডানদিকে জানালার ধারে বসে দেখতে পেলাম নীল জলরাশি আর দূরে জেগে থাকা দ্বীপ, যেন হাতছানি দিয়ে বলছে, “এসো, আমি তোমার অপেক্ষায়!” এই যাত্রাপথে অনুভব করলাম, যেন এক সময়চক্র ভেঙে গেছে। আধুনিক কনভেনশন সেন্টার আর পুরনো ব্রিটিশ ব্যারাক ভবন, যা এখন রিসোর্টে রূপান্তরিত, সবই যেন অতীত আর...