দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারত-শ্রীলঙ্কা লড়াই যেন রূপ নিল এক রুদ্ধশ্বাস নাটকে। নির্ধারিত ২০ ওভারে সমতায় আটকে যায় ম্যাচ, গড়ায় সুপার ওভারে। আর সেখানেই জ্বলে উঠলেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং। হাতে তুলে নিলেন পুরো ম্যাচের নায়কোচিত দায়িত্ব—বল হাতে মাত্র দুই রান দিয়ে নিলেন দুই উইকেট, এনে দিলেন ভারতকে শ্বাসরুদ্ধকর জয়।ম্যাচের সুপার ওভারে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব আস্থা রাখেন আর্শদীপের ওপর। সেই আস্থার প্রতিদান দিতে প্রথম বলেই কুশল পেরেরাকে সাজঘরে ফেরান তিনি। এরপর শেষ দিকের ব্যাটার দাসুন শানাকাকে কাটিয়ে দেন ডিপ থার্ডম্যানের হাতে। মাত্র দুই রানেই থামে শ্রীলঙ্কার সুপার ওভার ইনিংস। জবাবে প্রথম বলেই হাসারাঙ্গার ডেলিভারিকে এক্সট্রা কভারে পাঠিয়ে তিন রান নেন সূর্যকুমার, আর তাতেই নিশ্চিত হয়ে যায় ভারতের জয়।তবে নাটকীয়তা শুরু হয়েছিল এর আগেই।...