ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি এলাকায় কুমার নদে ১২৬ বছরের পুরোনো ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও আরডিডি গ্রুপের কর্ণধার আজিজুল আকিল ডেভিড শিকদার।বাইচকে ঘিরে দিনব্যাপী বসে গ্রামীণ মেলা। স্থানীয় ছাড়াও দূর-দূরান্ত থেকে আসা মানুষ নদীর দুই পাড় ও নৌকায় বসে প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকাবাইচ ও মেলায় প্রায় ৪০ হাজার মানুষের সমাগম ঘটে। সকাল থেকে চলে মেলা, বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। সব মিলিয়ে উৎসবটি অত্র অঞ্চলের মানুষের মিলনমেলায় রূপ নেয়। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় অন্তত ১৫টি নৌকা অংশ নেয়। পাশাপাশি ট্রলার ও ছোট-বড় বিভিন্ন ধরনের প্রায় এক হাজার নৌকায় চড়ে মানুষ উৎসব উপভোগ করেন। সরেজমিনে দেখা যায়, তেলজুড়ি বাজারসংলগ্ন কুমার...