ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ওঠার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশও ওয়াকআউট করেছে। নেতানিয়াহু বক্তব্যের সময় বাংলাদেশের প্রতিনিধির আসনটিও ফাঁকা দেখা যায়। এদিকে, নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিভিন্ন দেশের কূটনীতিকরা অধিবেশ কক্ষ থেকে চলে গেলে দর্শক সারিতে থাকা নেতানিয়াহুর সমর্থকরা হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে নেতানিয়াহু তার ভাষণ শুরু করার আগে সকল প্রতিনিধিদের শান্ত থাকতে বলা হয়। সাধারণ পরিষদের ভাষণে নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে ‘নিছক পাগলামি’ হিসেবে অভিহিত করে বলেন, আমরা তা কখনো হতে...