রাজধানীর রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট এলাকায় একটি ক্লাব ও লাইব্রেরি ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় দুটি গ্রুপের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের আবাসিক এলাকার ভেতরে ইউনাইটেড ব্রাদার্স নামের সংগঠনের ক্লাবে এ ঘটনা ঘটে। বাঁশ ও টিন দিয়ে তৈরি ওই ক্লাবের সামনেই সংগঠনটি একটি লাইব্রেরি পরিচালনা করত। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী, পুলিশ ও ক্লাব সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, আবাসিক এলাকার বাইরে চায়ের দোকান বসানো নিয়ে স্থানীয় দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে ক্লাবের সামনে মীমাংসার জন্য বসে তারা। এ সময় বিএনপি সমর্থক পরিচয় দেওয়া একটি গ্রুপ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা পরিচয় দেওয়া অপর গ্রুপকে মারধর করে তাড়িয়ে দেয়। এরপর...