ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জ শপ-এর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় প্রতিষ্ঠানটির মালিক ও কর্মকর্তাসহ ৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার সিএমএম (গুলশান আমলী) আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, আল-আমিন নামের এক ভুক্তভোগী বাদী হয়ে দণ্ডবিধির ৪০৬/৪২০/১০৯/৫০৬ ধারায় এই সিআর মামলা (নং-৫০১২/২০২৫) দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, বাদী ই-অরেঞ্জ শপের বহুল প্রচারিত অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপনের মাধ্যমে ১ কোটি ৯৮ লক্ষ ৭১ হাজার ৬০৩ টাকা মূল্যের মোটরসাইকেল এবং মোবাইল ফোন অনলাইন ভাউচারের মাধ্যমে ক্রয় করেন। প্রতিষ্ঠানটি ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল। এজাহারে বাদী অভিযোগ করেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ করতে ই-অরেঞ্জ ব্যর্থ হয়। বারবার যোগাযোগ করার পর আসামিরা পণ্য সরবরাহের পরিবর্তে পাওনা টাকা নগদে পরিশোধের...