দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখার মূল চালিকাশক্তি বেসরকারি খাতের ঋণপ্রবাহে এক রকম স্থবিরতা নেমে এসেছে। আগে এ খাতে ঋণপ্রবাহে নিম্নমুখী কিছু প্রবৃদ্ধি হতো। তবে এর হার ছিল রেকর্ড পরিমাণে কম। আর এখন ঋণপ্রবাহ বাড়ছে না; বরং কমছে। পাঁচ মাস পর বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধির হার ফের নেতিবাচক পর্যায়ে নেমে গেছে। গত জুনের তুলনায় জুলাইয়ে ঋণপ্রবাহে কোনো প্রবৃদ্ধি হয়নি। আগের মাসগুলোতে প্রবৃদ্ধি কম হলেও এবার প্রবৃদ্ধি নেতিবাচক পর্যায়ে চলে গেছে। এর আগেও চলতি বছরের জানুয়ারিতে ও গত বছরের জুলাইয়েও নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টদের অভিমত-বিনিয়োগবান্ধব পরিবেশ বাধাগ্রস্ত হওয়া ও ব্যাংকগুলোর সক্ষমতায় ঘাটতির কারণেই মূলত বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমেছে। এতে শিল্প ও ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব দেখা দিয়েছে। নতুন কর্মসংস্থানও নিম্নগতি। অর্জিত হচ্ছে না জিডিপির...