জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের ভোটব্যাংক বাড়াতে নানা কৌশলে এগোচ্ছে বড় দলগুলো। বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে ঘিরে জনমনে কৌতূহল-তারা কাদের নিয়ে জোট করছেন? রাজনৈতিকমহল মনে করছেন, ফ্যাসিবাদবিরোধী দলগুলোর নেতারা মুখে যা-ই বলুক, এখন কিন্তু তারা নির্বাচনি মাঠে নেমে পড়েছেন। তাই জুলাই সনদ ও নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে, তা দ্রুতই সমাধান হবে-এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গণ-অভ্যুত্থানের প্রধান তিন স্টেকহোল্ডার এক ধরনের সমঝোতার পথেই হাঁটছে। এদিকে ‘জোট গঠন’ বা ‘আসন সমঝোতা’ নিয়েও পর্দার আড়ালে আলোচনা চলছে। পৃথক জোট গঠন নিয়ে বেশি তৎপর বিএনপি, জামায়াত ও এনসিপি। এর বাইরে বাম, ডান ও ইসলামি দলগুলো আরও পৃথক দুটি জোট গঠনে কাজ করছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। এদিকে একটি সূত্র জানিয়েছে, জুলাই সনদসহ...