সনাৎ জয়াসুরিয়া মনমরা হয়ে বসে ছিলেন ড্রেসিংরুমের বাইরে। ম্যাচের মোড় এভাবে ঘুরে যাওয়া হতো হজম করতে পারছিলেন না শ্রীলঙ্কার কোচ। পারবেন কী করে? দুবাইয়ে ভারতের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে ১২ ওভারে ১ উইকেটেই ১৩৪ রান তুলে ফেলেছিল শ্রীলঙ্কা। পাতুম নিশাঙ্কা ও কুশল পেরেরা মিলিয়ে তোলেন ১২৭, যা এশিয়া কাপ টি–টোয়েন্টিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ৯ উইকেট হাতে নিয়ে ৪৮ বলে দরকার ছিল ৬৯ রান। পেরেরার আউটে মহাকাব্যিক জুটি ভাঙলেও নিশাঙ্কার সেঞ্চুরিতে টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের পথেই ছিল লঙ্কানরা। কিন্তু শেষ দিকে ভারতীয় বোলারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে গুবলেট পাকিয়ে ফেলল জয়াসুরিয়ার দল। ২০ ওভারে ঠিক ভারতের সমান ৫ উইকেটে ২০২ রানে থামল লঙ্কানরা। ফলে ম্যাচ গেল সুপার ওভারে। সেখানে অর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে ২...