একমুহূর্তের জন্য আসুন গভীরভাবে শ্বাস নিই। আর সেই মুহূর্তের জন্য ডোনাল্ড ট্রাম্প, জিমি কিমেল, জাতিসংঘ, চার্লি কার্ক, গাজা, সরকারি অচলাবস্থা এবং অন্য আর যেসব সংকটের মুখোমুখি আমাদের হতে হচ্ছে, সেগুলো ভুলে যাই। এর বদলে আসুন আমরা কথা বলি এমন এক বাস্তবতা নিয়ে, যেটা করপোরেট নিয়ন্ত্রিত গণমাধ্যম আর করপোরেট নিয়ন্ত্রিত রাজনৈতিক ব্যবস্থা খুব একটা আলোচনায় আনে না। আমরা এখন দুই ধরনের আমেরিকার উত্থান দেখছি। একটি হলো শতকোটিপতি শ্রেণির আমেরিকা। অন্যটি বাদবাকি সবার আমেরিকা। প্রথম আমেরিকায় ধনীরা নির্লজ্জভাবে আরও ধনী হচ্ছেন, তাঁদের জন্য এত ভালো সময় আর কখনো আসেনি। অন্যদিকে দ্বিতীয় আমেরিকায় সংখ্যাগরিষ্ঠ মানুষ মাসিক বেতনের ওপর নির্ভর করে কোনোভাবে বেঁচেবর্তে আছেন। জীবনের সবচেয়ে মৌলিক চাহিদা—খাদ্য, স্বাস্থ্যসেবা, বাসস্থান আর শিক্ষার ব্যয় মেটাতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। সাধারণ সত্যটা হলো আমেরিকার ইতিহাসে আগে...