গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘প্রাইভেটকারচালকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে, তাদের কাজের জন্য সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে। তাদের সংগঠন ইউনিয়ন করার অধিকার দিতে হবে।’ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা প্রাইভেটকারচালক ইউনিয়নের এক বছর পূর্তিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। সাকি বলেন, ‘প্রাইভেটকার চালানো একটা সুনির্দিষ্ট পেশা। প্রাইভেটকারচালকরা সকাল থেকে রাত অবধি ডিউটি করেন, শ্রম দেন। কিন্তু এই পেশা এবং শ্রমের কোনও সরকারি বা রাষ্ট্রীয় স্বীকৃতি নেই।’ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই বাংলাদেশের প্রতিশ্রুতি ছিল নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করা। গত ৫৪ বছরে এই মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। যে ফ্যাসিস্ট সরকারগুলো এ দেশে ক্ষমতায় এসেছিল তাদের শিরোমণি শেখ হাসিনাকে আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থান করে দেশ থেকে...