ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ৬ ইউনিয়নে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী ও ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব কমিটি ঘোষণা করা হয়। গত ২২ সেপ্টেম্বর ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে কমিটিগুলো ঘোষণা করা হয়। কমিটিতে মনির আহম্মদকে ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মো. ইয়াছিন মাহমুদ মজুমদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। তবে এই কার্যকরী কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে ফেনীর কৃতি সন্তান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন নুরুল হক খোকন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী। দরবারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক...