এশিয়া কাপে সুপার ফোরে ভারত-শ্রীলঙ্কা ম্যাচটা ছিল নিয়ম রক্ষার। কিন্তু সেই ম্যাচ-ই উপহার দিয়েছে ফাইনালের মতো উত্তেজনার! চার ঘণ্টারও বেশি সময় আর চল্লিশ ওভারেরও বেশি খেলার পর ঘটেছে সমাপ্তি। দ্বিতীয় ইনিংসের বেশিরভাগ সময়ই ভারতকে মনে হচ্ছিল খেলায় নেই তারা। নিসাঙ্কা আর পেরেরা ব্যাট হাতে এমন দৃঢ়তা দেখাচ্ছিলেন যে ভারত কার্যত হাল ছেড়ে দিয়েছে বলে মনে হচ্ছিল। কিন্তু চ্যাম্পিয়ন দল যেমনটা করে, ভারতও তাই করেছে—অটল থেকেছে, যতটুকু সম্ভব আঁকড়ে থেকেছে শেষ পর্যন্ত। যার ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সেখানে ভারত দেখায় নিজেদের শক্তি। চাপের মাঝেও কীভাবে লড়াই করতে হয় সেটি প্রমাণ করেছেন পেসার আরশদীপ সিং। নাটকীয় সুপার ওভারে দারুণ বোলিংয়ে তিনি লঙ্কানদের থামান মাত্র ২ রানে। সেখানে শানাকাকে নিয়ে বিতর্কিত পরিস্থিতির জন্ম নিলেও ভারত নিয়ন্ত্রণ ধরে রাখে। তার পর সূর্যকুমার...