তুরাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা কে এম মামুনুর রশীদকে অপহরণের ঘটনায় জড়িতদের অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা জাতীয় যুবশক্তি। শুক্রবার রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।সংবাদ সম্মেলনে তারিকুল ইসলাম বলেন, ‘গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে।’ তারিকুল ইসলাম আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তির গ্রহণযোগ্যতা নষ্ট করার জন্য একটি গুপ্ত মহল অপচেষ্টা চালাচ্ছে।গত সোমবার সকালে নিখোঁজ হন কে এম মামুনুর রশীদ। তাঁর খোঁজে এনসিপি ও যুবশক্তির স্থানীয় নেতা-কর্মীরা সর্বশক্তি নিয়োগ করে। তারা কয়েকবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সদুত্তর পাওয়া যাচ্ছিল না। অবশেষে এ ঘটনার তিন দিন পর শুক্রবার বেলা ২টার দিকে...