হামলার শিকার পাপ্পুর বড় ভাই শুভ জানান, বরিশাল ক্লাবে স্থানীয় একটি পত্রিকার ফটো সাংবাদিক শহিদুল ইসলাম সুমনের ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিকরা। ওই অনুষ্ঠানে অংশ নেয়া সুমন হাসান তাঁর তিন বছরের কন্যা সন্তানকে নিয়ে সিটি করপোরেশনের অধিনস্ত গ্রীন সিটি পার্কে ঘুরতে যান দুই সাংবাদিক।তারা পার্কের ভেতরে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় অভিযুক্ত ছাত্রদল নেতা বেল্লাল গাজী। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায় তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে সুমন হাসানের তিন বছরের কন্যাসন্তানও আহত হয়। তখন দূর থেকে দেখে পাপ্পু এসে নিজেদের পরিচয় দিয়ে তাদের থামানোর চেষ্টা করেন।হঠাৎ পেছন থেকে পাপ্পুর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন ছাত্রদল নেতা সোহেল খান। মারধর করে তাদের সঙ্গে থাকা অন্য সহযোগীরা। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও দ্বন্দ্বে জড়ান ছাত্রদলের নেতাকর্মীরা। তখন দ্বিতীয়...