নিখোঁজ নাহিদ একমাত্র ছেলে। সে রাজধানীর নদ্দা এলাকার মারকাযুত তাকওয়া মাদ্রাসার মিজান বিভাগের শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নাহিদ নিয়মিত পড়াশোনা শেষে নদ্দার ‘মারকাযুত তাকওয়া’ মাদ্রাসা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিদিনের মতো সেদিনও পরিবারের সদস্যরা ভেবেছিলেন, কিছুক্ষণের মধ্যেই সে বাসায় ফিরবে। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও নাহিদ আর বাড়ি ফেরেনি। ফোন ও পরিচিত মহলে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য মেলেনি। নাহিদের বাবা বলেন, বুধবার থেকে আমার ছেলে নাহিদ নিখোঁজ রয়েছে। তাকে খোঁজে পেতে পরিবারের সবাই ছোটাছুটি করছে। আশঙ্কা করা যাচ্ছে ছেলেকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশকে আমরা লিখিতভাবে জানিয়েছি এবং রাজধানীর ভাটারা থানায় একটি জিডি করেছি। ওই থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান নাহিদকে দ্রুত খোঁজে পেতে সহায়তার আশ্বাস দিয়েছেন। তারা আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করবেন বলে...