পুরো ম্যাচে যেভাবে লড়লো শ্রীলঙ্কা, সুপার ওভারে এসে তার উল্টোটা শো করলো। কুশল পেরেরা এবং দাসুন শানাকাকে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম বলেই আউট হয়ে গেলেন পেরেরা। শানাকা ব্যাটে বলেই ঠিক মত লাগাতে পারেননি। একবার রানআউটও হয়েছিলেন। তবে, আম্পায়ারকে বলে, রিভিউ নিয়ে সেই বলডি ডেড ঘোষণা করান। কিন্তু বাঁচতে পারনেনি। যেই না ব্যাটে-বলে করলেন, অমনি ক্যাচ আউট হলেন। সুপার ওভারে শ্রীলঙ্কা তুললো মাত্র ২ উইকেট হারিয়ে ২ রান। সূর্যকুমার যাদব আর শুভমান গিল জবাব দিতে নামলেন। বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা। প্রথম বলেই ৩ রান নিয়ে নিলেন সূর্যকুমার যাদব। ফলে সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারিয়ে দিলো ভারত। ম্লান হয়ে গেলো পাথুম নিশাঙ্কার অনবদ্য সেঞ্চুরিটি। সুপার ওভারে গড়ালো ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। ভারত প্রথমে ২০২ রান করে। ৬১ রান করেন অভিষেক শর্মা। তিলক বার্মা অপরাজিত...