যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি পরিকল্পনার আওতায় গাজায় যুদ্ধবিরতি পরবর্তী অন্তর্বর্তী প্রশাসন পরিচালনায় নেতৃস্থানীয় ভূমিকা নিতে পারেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে শুক্রবার এ কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন এবং অন্যান্যদের সঙ্গে গাজায় যুদ্ধ পরবর্তী এই প্রশাসন নিয়ে টনি ব্লেয়ারের আলোচনার পর এ খবর এসেছে। বিবিসি এবং ‘দ্য ইকোনোমিস্ট ম্যাগাজিন’ এর প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী, জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর সমর্থনের ভিত্তিতে ‘গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি’র (গিটা) নেতৃত্ব দিতে পারেন ব্লেয়ার। ৫ বছরের জন্য গাজার ‘সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি কর্তৃপক্ষ’ হিসাবে থাকার জন্য এই প্রশাসন জাতিসংঘের ম্যান্ডেট অন্বেষণ করবে। পরে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া হবে ফিলিস্তিনিদের হাতে। বলা হচ্ছে, এ পরিকল্পনায় হোয়াইট হাউজের সমর্থন আছে। তবে টনি ব্লেয়ারের কার্যালয় বলেছে, তিনি এমন কোনও পদক্ষেপ সমর্থন করবেন না,...