দুইশ ছাড়ানো রান তাড়ায় খুনে ব্যাটিংয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিলেন পাথুম নিসাঙ্কা। সম্ভাবনা জাগিয়েও জিততে পারল না শ্রীলঙ্কা, ম্যাচ হলো টাই। এরপর সুপার ওভারেও নাটকীয়তা কম হলো না। সেখানে ভারত শেষ পর্যন্ত জিতল অনায়াসে। রোমাঞ্চ-উত্তেজনার উতুঙ্গ স্পর্শ করে এশিয়া কাপের নিয়মরক্ষার এই ম্যাচ। ভারতের ২০২ রানের জবাবে শ্রীলঙ্কাও করে তাই। সুপার ওভারে অবশ্য দুই রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। ভারত জিতে যায় প্রথম বলে তিন রান নিয়ে। টি-টোয়েন্টি ক্রিকেটে এই দুই দলের মুখোমুখি সবশেষ দুটি ম্যাচই হলো টাই। কাকতালীয়ভাবে, আগের ম্যাচটিতেও ২০২৪ সালে পাল্লেকেলেতে সুপার ওভারে শ্রীলঙ্কা করেছিল ২ রান আর ভারত জিতেছিল প্রথম বলে! দুবাইয়ে শুক্রবার আভিশেক শার্মা, তিলাক ভার্মা, সাঞ্জু স্যামসনের ঝড়ো ইনিংস ও আকসার প্যাটেলের ক্যামিওতে দুইশ ছাড়ানো পুঁজি গড়ে ভারত। জবাবে দ্বিতীয় উইকেটে নিসাঙ্কা ও...