নজিরবিহীন এক অভ্যুত্থানের মধ্যে দিয়ে নবযাত্রার পর সংস্কারের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের এক বছরের অভিযাত্রার চিত্র বিশ্বসভায় তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সতের কোটি মানুষের নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে এসে তিনি বললেন, “আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমরা নিরবচ্ছিন্নভাবে নাগরিকবান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি।” শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয়বারের মত বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে বক্তৃতা করেন নোবেলজয়ী ইউনূস। ভাষণের শুরুর দিকেই তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, তারপর দীর্ঘ পাঁচ দশকের ত্যাগ তিতিক্ষা এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন; বলেন বৈষম্যমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নেওয়া উদ্যোগের কথা। তিনি বলেন, “আমাদের এ সকল পদক্ষেপ ও অঙ্গীকার...