ইসরায়েলের হামলা-আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় সৃষ্ট তীব্র মানবিক সংকটের পরিস্থিতি দূর করতে জাতিসংঘে দেওয়া ভাষণে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। “শুধু ১৯৬৭ সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে, যেখানে ইসরাইল ও ফিলিস্তিনে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে, তখনই ন্যায়বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে।” জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে ভাষণ দেন মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে বিশ্ব নেতাদের সামনে তিনি দ্বিতীয়বারের মত ভাষণ দেন বাংলা ভাষায়। ভাষণে গাজায় চালানো বর্বরতার চিত্র তুলে ধরে তিনি বলেন, “সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখছি গাজায়। শিশুরা...