জাতিসংঘে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণের পক্ষে-বিপক্ষে নিউ ইয়র্কে পাল্টাপাল্টি সমাবেশ করেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউ ইয়র্কের পুলিশ ব্যারিকেড দেওয়ার পাশাপাশি কর্মসূচি পালনে আলাদা জায়গা নির্ধারণ করে দিলেও পাল্টাপাল্টি স্লোগান ও উসকানিমূলক বক্তব্য আসে উভয় পক্ষ থেকেই। আওয়ামী লীগের পূর্বঘোষিত ‘যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মীর সমাগম ঘটে। ইউনূসের ভাষণের সমর্থনে বিএনপি আয়োজিত শান্তি সমাবেশস্থলও ছিল নেতাকর্মীতে পূর্ণ। বিএনপির সমাবেশে কেন্দ্রীয় কমিটির কয়েক নেতাকেও দেখা গেছে। এদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টামণ্ডলীল সদস্য গোলাম ফারুক শাহীন। বিএনপি নেতারা ‘ফ্যাসিবাদের’ অবসানে মুহাম্মদ ইউনূসকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক স্টেট ও মহানগর বিএনপি ছাড়াও শ্রমিক দল, যুবদল,...