পাথুম নিশাংকার অসাধারণ এক সেন্চুরিতেও ভারতকে হারাতে পারলো না শ্রীলঙ্কা। দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ২০৩ রানের লক্ষে খেলতে নেমে লংকানরা শেষ ওভারে ১২ রান দূরে পৌছায় নিশাংকার ৫৮ বলে ১০৭ রানের ইনিংসে। কিন্তু শেষ ওভারের প্রথম বলে নিশাংকা আউট গেলে ধাক্কা লাগে প্রথম। দাসুন শানাকা আর লিয়ানাগে মিলে পরের ৪ বলে করেন ৮। শেষ বলে শানাকা বাউন্ডারির জন্য মেরে নিতে পারেন ৩। টাই হয় স্কোর। সুপার ওভারে কুশল পেরেরা আর্শদিপের প্রথম বলেই হয়ে যান আউট। কামিন্দু মেন্ডিস ১ রান নিয়ে শানাকাকে স্ট্রাইক দিলেও রান নিতে পারেনি শানাকা। একটি ওয়াইড হয়। চতুর্থ বল ব্যাটে লাগাতে ব্যর্থ হয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন শানাকা। বল ধরে সন্জু স্যামসন রানআউট করেন তাকে। কিন্তু তার আগেই বোলারের আপিলে কট বিহাইন্ডের আউট দিয়ে...