ইরানের ওপর জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহালের আশঙ্কার মাঝেই তেহরান ও মস্কো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের একটি বড় চুক্তি সম্পন্ন করেছে। চুক্তি অনুযায়ী চারটি পারমাণবিক স্থাপনা নির্মাণের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২৫ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ৩ লাখ ৪ হাজার কোটি টাকার বেশি। এ তথ্য জানিয়েছে আরব নিউজ, ইরানের সরকারি সংবাদ মাধ্যমের বরাতে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মস্কোতে ইরান হরমুজ কোম্পানি ও রাশিয়ার রোসাটম প্রজেক্ট কোম্পানির মধ্যে চুক্তি সই হয়। চুক্তির আওতায় ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সেরিক উপকূলীয় শহরে তৃতীয় প্রজন্মের চারটি উন্নতমানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) পক্ষে নাসের মানসুর শারিফলু এবং রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান আরইপি কোম্পানির পক্ষে দিমিত্রি শিগানভ এই ২৫ বিলিয়ন ডলারের চুক্তিতে সই করেন। এ সময় রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জলালি...