এশিয়া কাপ ফাইনালের দুই দল আগেই নির্ধারিত হয়ে গেছে। ভারত-পাকিস্তান ফাইনালের আগে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ম্যাচ ছিল নিয়ম রক্ষার। এ ম্যাচে হয়েছে নানা নাটকীয়তা, ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। দুর্দান্ত ব্যাটি করে সেঞ্চুরি তুলে নিয়েছেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। টি-টুয়েন্টিতে নিশাঙ্কার এটি প্রথম সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে ফাইনালের আগে এ ম্যাচ ছিল নিজেদের ঝালিয়ে নেয়ার। সেই ম্যাচ হারতে হারতে জিতেছে ভারত। সুপার ওভারেও হয়েছে নাটকীয়তা। শেষ উইকেটে শানাকা ব্যাটে, আর্শদীপ সিং কট আউটের আবেদনে সাড়া দেন আম্পায়ার। অন্যদিকে রান আউট করেন স্যামসন, রিভিউ নেন শানাকা। সিদ্ধান্ত বদলে যায়। অবশ্য পরের বলে আবারও ক্যাচ আউট হন শানাকা। শ্রীলঙ্কার রান হয় ২, ভারতের লক্ষ্য দাঁড়ায় ৩। এবারের এশিয়া কাপের আসরে নিশাঙ্কার করা এটিই প্রথম সেঞ্চুরি। ঝড়ো ব্যাটিং করা নিশাঙ্কা প্রায় দুশর বেশি...