২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশী কবি কাজী জহিরুল ইসলামকে নিয়ে আমেরিকার নিউইয়র্ক সিটির কুইন্স পাবলিক লাইব্রেরিতে আয়োজন কার হয় ‘অথর্স টক অ্যান্ড বুক সাইনিং’ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে লাইব্রেরি ম্যানেজার কিলুসান বাউতিস্তা স্বাগত বক্তব্য রাখেন। লাইব্রেরির উর্ধতন কর্মকর্তা আরশিয়া হোসেন কাজী জহিরুল ইসলামের বর্ণাঢ্য জীবন নিয়ে নিবন্ধ উপস্থাপন করেন। অথর্স টকের মূল পর্বে সাক্ষাৎকারের মাধ্যমে আরশিয়া হোসেন বিভিন্ন প্রশ্নের মধ্য দিয়ে তার লেখক হয়ে ওঠার গল্প তুলে আনেন। কাজী জহিরুল ইসলাম তার জীবনের গল্প বলার ফাঁকে ফাঁকে রামায়ন, মহাভারত থেকে উদ্ধৃত করেন, পিবি শেলি, জালালুদ্দিন রুমি, এজরা পাউন্ড, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরসহ অন্যদের গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে আনেন। সাক্ষাৎকার শেষে শুরু হয় দর্শকদের প্রশ্নোত্তর পর্ব। আর্কাইভিংয়ের জন্য ইংরেজি...