২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ এএম এবার সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মন্ডুপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এই সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬১টি। অর্থাৎ এবার এক হাজার ৮৯৪টি ম-প-মন্দির বেড়েছে। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। পূজা উপলক্ষে ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে বলে সভায় জানিয়ে জয়ন্ত কুমার দেব বলেন, পূজা আয়োজকদের উদ্বেগ-উৎকণ্ঠা তারা সরকারের শীর্ষ পর্যায়ে জানিয়েছেন। উপদেষ্টারা পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। এ সময় পূজার প্রতিটি ম-পে দুটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- সংখ্যালঘু নেতৃত্ব...