২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ এএম জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব শান্তি, মানবাধিকার, অর্থনৈতিক সংস্কার, দুর্নীতি বিরোধী পদক্ষেপ, বৈশ্বিক অভিবাসন প্রসঙ্গসহ গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।ভাষণের শুরুতেই তিনি নবনির্বাচিত সাধারণ পরিষদের নারী সভাপতিকে অভিনন্দন জানান, জাতিসংঘ সনদের আট দশক পূর্তি উপলক্ষে সকল সদস্য রাষ্ট্রকে শুভেচ্ছা জানান এবং বলেন, দীর্ঘদিন ধরে জাতিসংঘ বিশ্ব শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও বৈশ্বিক উন্নয়নে অনস্বীকার্য ভূমিকা পালন করছে। তবে একইসঙ্গে সীমাবদ্ধতাও স্পষ্ট হয়েছে। ড. ইউনূস জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। এছাড়া পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে।পাচার হওয়া অর্থ ফেরতে প্রতিবন্ধকতা তুলে ধরে...