২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বাংলাদেশি পর্বতারোহী ডা. বাবর আলী নতুন ইতিহাস গড়লেন। পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত মানাসলু শৃঙ্গ জয় করলেন তিনি। কৃত্রিম অক্সিজেন ছাড়াই এটিই প্রথম কোনো বাংলাদেশির শৃঙ্গ জয়। এই পর্বত অভিযানে বাবরের সঙ্গে ছিলেন আরেক বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ। আট হাজার মিটারের অধিক উচ্চতার পর্বত আছে পৃথিবীতে চৌদ্দটি। ওই উচ্চতায় অক্সিজেন থাকে ভূপৃষ্ঠের তুলনায় এক তৃতীয়াংশ। ফলে মানবদেহ সচল রাখতে পর্বতারোহীরা ব্যবহার করেন কৃত্রিম অক্সিজেন। আর বাংলাদেশের স্বনামধন্য পর্বতারোহী ডা. বাবর আলী ইতিহাস গড়লেন প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই আটহাজারি শিখর আরোহণ করে। তিনি গতকাল শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটে স্পর্শ করেছেন পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলু (২৬,৭৮১ ফুট) চূড়া। এটি বাবরের ৪র্থ আটহাজারি শৃঙ্গে সফলতা। বাবর ছাড়াও...