২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম গত সপ্তাহে কিছুটা কমলেও এ সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে আবারো বেড়েছে সবজির দাম। কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। গতকাল শুক্রবার রাজধানীর মালিবাগ, রামপুরা এসব কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। একই অবস্থা ডিমের বাজারে। মাছের দামও আকাশছোঁয়া। তবে কিছুটা স্বস্তি এসেছে মুরগির বাজারে। গতকাল বাজারে প্রতি কেজি লম্বা বেগুন ১০০ টাকা, সাদা গোল বেগুন ১২০ টাকা, কালো গোল বেগুন ১৬০ টাকা, শিম ২৪০ টাকা, দেশি শসা ৮০ টাকা, করলা ১০০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, পটল ৮০ থেকে ১২০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, কচুর লতি...