২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। গত বৃহস্পতিবার রাতে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা ‘ভিসি স্যার জানেন নাকি, নীলক্ষেতের নায়ক আপনি’ ‘নীলক্ষেত না ডাকসু, নীলক্ষেত-নীলক্ষেত’ ‘ভিসি না নীলক্ষেত, নীলক্ষেত-নীলক্ষেত’ স্লোগান দেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, ডাকসু নির্বাচনে কারচুপির বিষয়ে অনেকেই অভিযোগ দিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব অভিযোগ অগ্রাহ্য করেছে। এদিকে একটি টিভি চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন ‘নীলক্ষেতে ছাপা হয় ডাকসু নির্বাচনের ব্যালট, সংখ্যায়ও গরমিল’ শিরোনামে খবর প্রচারের পর তোলপাড় শুরু হয়। শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে কারচুপির প্রতিবাদে বিক্ষোভ করে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে সমালোচনা-প্রতিবেদন। মূলত নির্বাচনকালীন পরিবেশ নিয়ে আগেই বেশ শঙ্কা প্রকাশ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, স্বতন্ত্র শিক্ষার্থী জোটসহ অন্যান্য বাম ছাত্র সংগঠন। তাদের...