২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম অতীত ফলাফল বা সাম্প্রতিক পারফরম্যান্স, ভারতের সঙ্গে কোনেটিই বলার মতো নয় পাকিস্তানের। এই এশিয়া কাপেই তো দুই ম্যাচে খুব একটা লড়াই জমাতে পারেনি তারা। তবে ফাইনালে সেই ভারতকেই হারিয়ে দিতে দারুণ আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। যদিও বৃহস্পতিবারের ম্যাচের প্রথম ভাগ শেষেও বিদায়ের কাছাকাছি মনে হচ্ছিল পাকিস্তানকে। সেমি-ফাইনাল হয়ে ওঠা ম্যাচে তাদেকে মাত্র ১৩৫ রানেই আটকে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু দারুণ বোলিং-ফিল্ডিংয়ে ১১ রানের জয়ে সালমানের দল পৌঁছে গেছে ফাইনালে।ব্যাটিংয়ে যে প্রত্যাশিত পুঁজি গড়তে পারেননি, মেনে নিচ্ছেন সালমান। জয়ের কৃতিত্ব দিলেন তিনি বোলারদের ও দলের হার না মানা মানসিকতাকে, ‘আমাদের ১০-১৫ রানের ঘাটতি ছিল, কোনোভাবেই তা অস্বীকার করব না। তবে জানতাম, যদি নতুন বলে ভালো বোলিং করা যায়,...